Monday, May 31, 2021

কোরা/Quora

 কোরা কি?

কোরা একটি ওয়েবসাইট যেখানে আপনি যে কোন গঠনমূলক প্রশ্ন এবং প্রশ্নের উওর দিতে পারবেন। মানুষ জন্মগত কৌতূহলী। বিভিন্ন সময়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে।কখনো আমরা তার উওর খুঁজে পাই আবার কখনো উপযুক্ত পরিবেশের কারণে পাই না। কোরাতে আপনার উওর না খুঁজে পাওয়া প্রশ্নগুলোর উওর খুঁজে পাবেন। এটা অনেকটা আলাদীনের সেই প্রদীপের মত প্রশ্ন করলেই উওর খুঁজে পাবেন। কোরা যাএা শুরু করে ২০১০ সালের ২১ জুন। কোরা প্রতিষ্ঠা করেন ফেসবুকের সাবেক দুই কর্মী অ্যাডাম ডি অ্যাজ্ঞো এবং চার্লি চেভার। শুরুতে কোরা ইংরেজি ভাষায় যাএা শুরু করলেও বর্তমানে প্রায় ১৭ টি ভাষায় কোরায় প্রশ্ন এবং উওর করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ভাষাগুলো হলঃ ইংরেজি,স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ,ইন্দোনেশিয়ান এবং বাংলা।


কেন কোরা ব্যবহার করবো? কোরা জ্ঞানের এক অপার ভান্ডার। কোরা থেক আপনি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন। বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। প্রতিদিন আমরা আমাদের অনেক মূল্যবান সময় ফেসবুকে ব্যয় করে থাকি।আমাদের ফেসবুক নিউজ ফিডে জ্ঞান আহরণ করার মত উপকরণ খুব কমই রয়েছে ।কিন্তু আপনি কোরা ব্যবহার করলে আপনি আপনার নিউজ ফিড থেকে প্রচুর জ্ঞান আহরণ করতে পারবেন। কারন কোরার নিউজ ফিড সাজানো থাকে প্রশ্ন এবং উওর দিয়ে। কোরাতে আপনি সাহিত্য, ইতিহাস,সভ্যতা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশলি,রুপ চর্চা, খাদ্য, হাজার হাজার বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কোরাতে কিভাবে একাউন্ট খুলবেন? ফেসবুক একাউন্টের মত কোরা একাউন্ট খোলা খুবই সোজা। আপনাকে প্রথমে Quora.com ভিজিট করতে হবে। sing up এবং log in নামে দুইটা অপশন আসবে। আপনি সাইন আপে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি আপনার একাউন্টি খুলে নিতে পারেন। অথবা আপনি আপনার ফেসবুক একাউন্ট দিয়েও আপনার কোরা একাউন্ট খুলতে পারেন। নিচের ছবিটি লক্ষ করুন

কিভাবে প্রশ্নের উওর দিবো? আগে আপনার প্রোফাইলে যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইল সাজিয়ে নিতে হবে।আপনি কোন কোন বিষয়ে দক্ষ সেইসব বিষয় যোগ করে নেওয়ার পর কোরা আপনাকে সেই বিষয়ে উওর দেওয়ার জন্য নোটিফিকেশন দিবে এবং আপনার উওর জানা থাকলে আপনি উওর দিতে পারবেন। নিচের ছবিটি লক্ষ করুন।



কোরাতে কিভাবে প্রশ্ন করবো? একাউন্ট খোলার পর প্রশ্ন যোগ করুন নামে একটি অপশন আপনার প্রোফাইলে যোগ হবে সেটিতে ক্লিক করে সহজেই আপনি যে কোন প্রশ্ন করতে পারবেন। নিছের ছবিটি লক্ষ করুন।


কোরা থেকে আয় করা যায়? হ্যা কোরা থেকে আয় করা যায়।কোরা থেকে দুইভাবে আয় করা যায় ১.প্রত্যক্ষ আয় ২.পরোক্ষ আয় ১.প্রত্যক্ষ আয়ঃ একটি বিষয়ে আপনার অনেক দক্ষতা আছে। আপনি সেই বিষয়ে যথাযথ উওর এবং প্রশ্ন করার মাধ্যমে আপনি আয় করতে পারেন। কিন্তু আয় করার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণ ভিউ এর প্রয়োজন রয়েছে। paypal জটিলতাও রয়েছে। পরোক্ষ আয়ঃ আপনি যে বিষয়ে অনেক দক্ষ সেই বিষয়ে উওর দেওয়ার মাধ্যমে আপনার পরিচিত বাড়বে এবং সেই দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন। একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মনেকরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার কোরাতে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যখন উওর দিবেন তখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার পরিচিতি বাড়তে থাকবে এবং সেইখান থেকে আপনি অনেক ক্যান্ডিডেট খুঁজে পাবেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় এবং আপনি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন।

2 comments:

কোরা/Quora

  কোরা কি? কোরা একটি ওয়েবসাইট যেখানে আপনি যে কোন গঠনমূলক প্রশ্ন এবং প্রশ্নের উওর দিতে পারবেন। মানুষ জন্মগত কৌতূহলী। বিভিন্ন সময়ে আমাদের মন...