Tuesday, May 25, 2021

Digital marketing /ডিজিটাল মার্কেটিং

 ডিজিটাল মার্কেটিং কী?

কোন পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন ইন্টারনেটের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বিস্তারিত বলতে গেলে কোন পণ্য বা সেবার প্রচার এবং প্রসারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সার্চ ইঞ্জিন , অথবা অ্যাপসের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং। #ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ! ১.সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন বলতে সেই সাইটগুলো বুঝায় যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যাবলি পেয়ে থাকি যেমনঃ Google, Bing বাংলাদেশের পীপিলিকা ৷ google এ পণ্য বা সেবার বিজ্ঞাপন দিয়ে সার্চ ইঞ্জিন মার্কেটিং করা হয়।গুগলে কোন কিছু সার্চ করলে তথ্যের পাশে যে বিজ্ঞাপন দেখা যায় তাই মূলত সার্চ ইঞ্জিন মার্কেটিং। ২.সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদির মাধ্যমে যে মার্কেটিং করা হয়ে থাকে তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয় ৩.জি-মেইল মার্কেটিং আমাদের জিমেইলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রমোশনাল মেইল আসে। মূলত এই প্রমোশনাল মেইলগুলোই জিমেইল মার্কেটিং ৪.ইউটিউব মার্কেটিং ইউটিউবে ভিডিও দেখার সময় যে এড আসে সেগুলোই ইউটিউব মার্কেটিং এর অংশ। অর্থাৎ ইউটিউব এর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ইউটিউব মার্কেটিং বলে।


৫.এফিলিয়েট মার্কেটিং Amazon, Alibaba এর মত ই-কমার্স সাইট থেকে পণ্য এনে নিজস্ব সাইটে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে এফিলিয়েট মার্কেটিং বলে। ৬.অ্যাপস মার্কেটিং আমাদের ফোনে বা পিসির ডাটা অন করে যখন কোনো অ্যাপসে প্রবেশ করি তখন হরহামেশাই আমরা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখি, এটাই মূলত অ্যাপস মার্কেটিং৷ ৭.ওয়েব সাইট অথবা ব্লগ মার্কেটিং ওয়েব সাইট অথবা ব্লগ সাইটের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ওয়েব সাইট অথবা ব্লগ মার্কেটিং বলে। #ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অল্প সময়ের অল্প খরছে টার্গেটেড অডিয়েন্সের কাছে পণ্য বা সেবা পৌঁছানো যায়। যেখানে আপনি লাখ লাখ টাকা খরচ করে স্যাটেলাইট টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনার পণ্য বা সার্ভিস প্রমোট করে থাকেন সেখানে আপনি নামমাত্র খরচে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার পণ্য বা সেবা প্রমোট করতে পারবেন। #ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অনেকেই প্রশ্ন করে থাকেন একজন ডিজিটাল মার্কেটারের মাসিক আয় কত? আসলে এটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। একজন মার্কেটার হিসেবে আপনার আয় নির্ভর করবে আপনি কতটা স্কিলড এবং কত সময় ব্যয় করছেন। একজন স্কিলড মার্কেটারের আয় ৫০,০০০-২,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এটা আমার ধারণা মাত্র! ডিজিটাল মার্কেটিং করুন ক্যারিয়ার গড়ুন। Happy Digital marketing

3 comments:

কোরা/Quora

  কোরা কি? কোরা একটি ওয়েবসাইট যেখানে আপনি যে কোন গঠনমূলক প্রশ্ন এবং প্রশ্নের উওর দিতে পারবেন। মানুষ জন্মগত কৌতূহলী। বিভিন্ন সময়ে আমাদের মন...