
কোরা কি? কোরা একটি ওয়েবসাইট যেখানে আপনি যে কোন গঠনমূলক প্রশ্ন এবং প্রশ্নের উওর দিতে পারবেন। মানুষ জন্মগত কৌতূহলী। বিভিন্ন সময়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে।কখনো আমরা তার উওর খুঁজে পাই আবার কখনো উপযুক্ত পরিবেশের কারণে পাই না। কোরাতে আপনার উওর না খুঁজে পাওয়া প্রশ্নগুলোর উওর খুঁজে পাবেন। এটা অনেকটা আলাদীনের সেই প্রদীপের মত প্রশ্ন করলেই উওর খুঁজে পাবেন।
কোরা যাএা শুরু...